অবতক খবর,২৯ ডিসেম্বরঃ কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া ১৮ নং ওয়ার্ড হনুমান মন্দির সংলগ্ন একটি দোকানে গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায়। ওই দোকানটি এক দুঃস্থ রিকশা চালকের। ওই দোকানের মধ্যেই শুতেন ওই রিক্সা চালক, সেই সঙ্গে থাকতো তার তিনটি ছাগল। গতকাল গভীর রাতে হঠাৎ করেই বাঁশের বেড়া এবং টিন দিয়ে তৈরি ওই দোকানে আগুন লেগে যায়। দোকান মালিক রক্ষা পেলেও আগুনে পুড়ে মৃত্যু হয় তিনটি ছাগলের। যেহেতু দোকানটি বাঁশ এবং বেড়া দিয়ে তৈরি তাই মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। পুলিশ এসে খবর দেয় দমকলে। স্থানীয়দের অভিযোগ দমকল আসতে দেরি করে।

এর কারণ স্বরূপ জানা যায় যে,যেহেতু দমকল কর্মীরা কেউই স্থানীয় বাসিন্দা নন, সেই কারণেই তাদের পথ চিনে আসতে দেরি হয়েছে।

দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভানো যায়। তবে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এলাকাবাসী। কারণ শুধু আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে ওই দোকানটি। আর কোন ক্ষয়ক্ষতি হয়নি অন্যকারোর। ওই অঞ্চলটি একটি বস্তি এলাকা। চারিদিকেই ঝুপড়ি রয়েছে। ফলত যে কোন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

অন্যদিকে ওই দুঃস্থ রিকশা চালকের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি এখন সহযোগিতার আবেদন জানিয়েছেন।কারণ তার বাড়িতে রয়েছেন তার স্ত্রী,যিনি‌ কথা বলতে পারেন না। সবকিছু খুইয়ে এখন অসহায় তিনি।