অবতক খবর,১৪ মার্চ: কাঁচরাপাড়ার এক লটারি বিক্রেতার গলার নলি কাটা দেহ উদ্ধার করল খড়দহ থানার পুলিশ।পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ৭ মার্চ বিকেলে শ্যামনগরে লটারি আনতে যাবেন বলে বেরিয়েছিলেন।আর তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। কাঁপা মাঝেরপাড়ার বাসিন্দা ওই লটারি বিক্রেতার নাম সুশীল মন্ডল।

জিজ্ঞাসাবাদে তাঁর স্ত্রী জানান, সুশীল বাবু সম্প্রতি ধারদেনায় ডুবে গিয়েছিলেন। ফলত চাকদহের এক ব্যক্তি চন্দন দেবনাথের কাছে দালাল অমর মন্ডল মারফত তিনি তাঁর বসতবাড়ি বিক্রি করেছিলেন ৪০ লক্ষ টাকার বিনিময়ে। যা দিয়ে তিনি ধার শোধ করে একটি ফ্ল্যাট কিনবেন বলে জানান তাঁর স্ত্রীকে।

পুলিশ সূত্রে জানা গেছে,সুশীল বাবুর মোবাইল ফোনের শেষ লোকেশন ছিল বলাগড়। কিন্তু ৭ মার্চ বাড়ি থেকে বেরোনোর সময় তিনি তাঁর স্ত্রীকে বলে গিয়েছিলেন যে তিনি শ্যামনগর যাচ্ছেন। কিন্তু তাঁর পকেট থেকে রানাঘাটের রিটার্ন টিকিট পাওয়া গেছে।

যারফলে সন্দেহ আরো জোরালো হচ্ছে।

অন্যদিকে তার স্ত্রী জানান, বাড়ি বিক্রি করে যে ৪০ লক্ষ টাকা তিনি পেয়েছিলেন তার একটি টাকাও ব্যাংকে নেই। কি হলো সেই টাকা সে বিষয়ে কেউই কিছু জানেন না।

তার স্ত্রী এবং পরিবারের দাবি,বাড়ির দালাল এবং ক্রেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক তথ্য উঠে আসবে।

কিন্তু বীজপুর থানার পুলিশ তাদের সাথে সহযোগিতা করছেন না বলে মৃতের স্ত্রীর দাবি।