অবতক খবর,২৭ জুলাইঃ  এই প্রথম কাঁচরাপাড়ার গান্ধীমোড়ের যানজটের সমস্যার কথা মাথায় রেখে ও রাস্তার ধারে ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকল সাধারণ সুবিধার্থে পাশে দাঁড়ালেন বিধায়ক সুবোধ অধিকারী চেয়ারম্যান কমল অধিকারী।

যেভাবে কাঁচরাপাড়ার গান্ধীমোড় থেকে স্টেশন জুড়ে যানজটের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এবার সাধারণ মানুষের কথা ভেবে পাশাপাশি সকল ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সমস্যার সমাধান করতে চলেছেন বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ান তেমনি বীজপুরের বিধায়ক ও চেয়ারম্যান সাধারণ মানুষের সব সময় পাশে থাকবে সেই আশ্বাস দিয়েছিলেন। তেমনি বাস্তবায়িত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। রাস্তার ধারে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতেন।আর কিছুদিন পরেই তাদের বিকল্প ব্যবস্থা করতে চলেছেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান,পাশাপাশি মেটাবেন যানজট সমস্যা আইন না মানলে থাকবে কড়া ব্যবস্থা। পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার ধারে ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ মানুষ।