অবতক খবর,২৫ মে: আজ কাঁচরাপাড়া কালিনগর রোড সংলগ্ন মূল সড়কের উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো পথচারীরা। আজ বিকেল ৫টা নাগাদ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে যায় রাস্তায়। সেই সময় রাস্তার উপর দিয়ে আসছিল একটি টোটো। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল টোটো চালক ও টোটোর যাত্রীরা। তাঁরটি ছিঁড়ে পড়ে টোটোর ওপর।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, হঠাৎ রাস্তায় ছিঁড়ে পড়ে ওই তার। কিছুক্ষণ পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসেসে তার মেরামতের কাজ শুরু করে।

কাঁচরাপাড়ার প্রায় সর্বত্রই দেখা যায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক তার। রাস্তার দুই পাশের ব্যবসায়ীদের দাবি, কোনরকম সংরক্ষণ নেই এই বৈদ্যুতিক তারগুলির।