অবতক খবর,১০ নভেম্বরঃ কাঁচরাপাড়া কলেজের ৫০ বছর পূর্তিতে আজ থেকে শুরু হচ্ছে তাদের গোল্ডেন জুবিলী সেলিব্রেশন। কিন্তু তার আগে দেখা গেল কাঁচরাপাড়া কলেজে ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ,যারা এই কলেজের দায়িত্বে রয়েছেন তারা সমস্ত কিছুই নিজেদের দায়িত্বে নিয়ে এক পক্ষের হয়ে কাজ করে চলেছেন। কিন্তু অন্যদিকে টাউন ছাত্র সংগঠনে যারা রয়েছে, দেখা যাচ্ছে তাদের পুরোপুরি কোণঠাসা করে দেওয়া হচ্ছে।

অভিযোগ উঠেছে কাঁচরাপাড়া কলেজের সাধারণ সম্পাদক এবং কাঁচরাপাড়া টাউন ছাত্র পরিষদের সেক্রেটারি, এই দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে।

এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে যে, বিগত বেশ কিছুদিন ধরে কাঁচরাপাড়া কলেজ সম্বন্ধিত বিভিন্ন কথা নিয়ে এক সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন টাউন ছাত্র পরিষদের সেক্রেটারি।

এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি গোটা বিষয়টি এড়িয়ে গেছেন এবং বলেছেন,যা বলার আমি উচ্চ নেতৃত্বকে বলব।

অন্যদিকে কলেজের অন্যান্য ছাত্ররা কলেজের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি এক তরফাভাবে কাউকে কোন কিছু না জিজ্ঞাসা করেই কাজ করে চলেছেন এবং সমস্ত হিসেব নিকেশ নিজেই করছেন। তাঁকে নাকি উচ্চ নেতৃত্বরাই এই দায়িত্ব দিয়েছেন, এমনই বলছেন তিনি।

তবে বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না অন্যান্য ছাত্ররা।

অনেকেই বলছেন,কলেজের সাধারণ সম্পাদক নিজের হাতে সমস্ত কিছু রাখতে এবং নিজের আধিপত্য বজায় রাখতেই এই কাজ করছেন।