অবতক খবর  : আজ দুপুর দেড়টা নাগাদ বাগমোড় থেকে কাঁচরাপাড়া স্টেশন এর দিকে বেপরোয়াভাবে আসছিল আরএস পালসার বাইক। অবশেষে গাড়ির গতিবেগ সামলাতে না পেরে বাইকটি ধাক্কা মারে ওই পথেই বালিবোঝাই একটি ভ্যানে। জানা যায়, ওই বাইক চালক কাঁচরাপাড়া জোড়াপুকুরের বাসিন্দা রুপম মন্ডল(২১)। এই ঘটনায় সে গুরুতর আহত হয়েছে। অন্যদিকে খবর পেয়েই ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। ওই বাইক চালককে গুরুতর আহত অবস্থায় বীজপুর থানার পুলিশ ও এলাকার মানুষ নিয়ে যায় কল্যাণী জেএনএম হাসপাতালে।

এই ঘটনায় যানজট সৃষ্টি হয় ওই অঞ্চলে। অবশেষে বীজপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক হয় যান চলাচল। অন্যদিকে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন,অত্যন্ত গতিতে বাইকটি ছুটে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই ভ্যানে ধাক্কা মারে ফলে বাইক চালক গুরুতর আহত হয়েছে। তারা জানাচ্ছেন, এইরকম একটি প্রধান সড়কে দিনে রাতে যুবকদের অত্যন্ত গতিতে বাইক চালানোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রাণও গেছে বহু মানুষের কিন্তু হুঁশ ফেরেনি কারোর।