অবতক খবর,৮ ডিসেম্বর: সৈন্য বাহিনীর গুলিতে ১৬ জন কয়লা শ্রমিককে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছিল ভারতীয় সেনাবাহিনী নাগাল্যান্ডের মন জেলায়। আজ তারই প্রতিবাদে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে কল্যাণী এপিডিআর শাখার আয়োজনে কল্যাণী স্টেশন সংলগ্ন বাস স্টান্ডে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে গত ৭ ডিসেম্বর বীজপুর এপিডিআর এর পক্ষ থেকে বিকেল ৫টায় কাঁচরাপাড়ায়ও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এই দুই বিক্ষোভ কর্মসূচিতে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃত্বরা।