অবতক খবর,১৮ জুলাইঃ আজ কাঁচরাপাড়া আমবাগান স্টেশন রোড ৪ নম্বর ওয়ার্ডে রেলের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষেরা।

তাদের দাবি,দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করছি এই সময় বার করে দিলে আমরা যাবো? আমাদের রাস্তায় দাঁড়াতে হবে।রেল আমাদের বিকল্প কোন জায়গা দেখে দিক আমরা সরে যাবো, দাবি সাধারণ মানুষের।

ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছান ৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবী তৃণমূল কংগ্রেসের নেতা রামা শংকর গিরি দীর্ঘক্ষণ রেল পুলিশের সাথে কথা বলে অবশেষে ব্যর্থ হয়ে ফিরে যায় রেল পুলিশ। রামাশঙ্কর গিরি বলেন, রাতের অন্ধকারে নোটিশ লাগিয়ে দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের সাথে কথা না বলে এখন সাধারণ মানুষকে বাইরে বার করে দিলে যাবে কোথায়? রেলের কোন বিকল্প ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষের জন্য।

অপরদিকে রেল পুলিশের আধিকারিক ইন্সপেক্টর মানস কুমার মিশ্রা বলেন, আমরা রেলের নোটিস নিয়ে উচ্ছেদ করতে এসেছিলাম। কিন্তু কোন রকম রাজ্য পুলিশ আমাদের সহায়তা করলো না। বাধ্য হয়ে আমরা ফিরে যাচ্ছি। আবার নোটিশ দিয়ে আমরা ঘর খালি করব পুনর্বাসন রাজ্য সরকার দেখবে।