অবতক খবর,১৩ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ সরকার নিট পরীক্ষায় অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ফলত ১২ তারিখের লকডাউন সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। যাতে পরীক্ষার্থীরা যথাযথভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন। এর পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে আজ মেট্রো চালু হয়ে গেছে।

কাঁচরাপাড়া অঞ্চলেও কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে যাতে এই পরীক্ষা যথাযথভাবে হয়,সুন্দরভাবে হয়,পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধায় না পড়েন। কাঁচরাপাড়ার তিনটি কেন্দ্রে এই পরীক্ষা চলছে। কাঁচরাপাড়া হার্ণেট ইংলিশ মিডিয়াম স্কুলে, কাঁচরাপাড়া হার্ণেট(বয়েজ) হাই স্কুল এবং অফিসার্স কলোনীতে যে কেন্দ্রীয় বিদ্যালয়, এই তিনটি তোর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য পশ্চিমবাংলায় মোট ১৯০টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। তারমধ্যে কাঁচরাপাড়ায় তিনটি। কাঁচরাপাড়ার এক একটি কেন্দ্রে ৩০০ জন করে পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ কাঁচরাপাড়াতে মোট ৯০০ জন পরীক্ষার্থী নিট পরীক্ষা দিচ্ছেন। সমগ্ৰ ভারতবর্ষে প্রায় ১৫ লক্ষ নিট পরীক্ষার্থী রয়েছেন। অন্যদিকে কাঁচরাপাড়া পরীক্ষা কেন্দ্র গুলির চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং করোনা সংক্রান্ত বিধি নিষেধ যথাযথভাবে মান্য করা হচ্ছে কিনা তা কর্তৃপক্ষ দেখভাল করছেন। এখানে স্যানিটাইজার বা মাস্ক আছে যাদের নেই তাদের দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে পরীক্ষার প্রস্তুতির ব্যাপকভাবে নেওয়া হয়েছে। যাতে সুস্থভাবে পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকার পূর্বে থার্মাল স্ক্যানিং এবং স্যানিটাইজ করা হচ্ছে।