অবতক খবর,৫ অক্টোবরঃ দুর্গোৎসব শেষ হয়ে গেল। আই লাভ কাঁচরাপাড়া– আলোক উজ্জ্বল সাইনবোর্ড যেন ব্যঙ্গ করলো। লাল রঙের হৃদয়ের ছবি ধুকপুক করতে লাগলো।

বিশেষ করে শ্রীলক্ষ্মী সিনেমা থেকে বাগমোড় পর্যন্ত রাস্তার অনেক অংশে কোন মেরামতিই হলো না। রাস্তাঘাট ভাঙচুর অবস্থাতেই রয়ে গেল আর দুই পাশে জমা জল টলটল করতে থাকলো। তাতে রাস্তার ধারের প্যান্ডেলের আলো পড়ে সেই জলকে আরো উজ্জ্বল করে তুলল।

ডেঙ্গির জন্য প্রচার চলছে— বাড়িতে জল জমতে দেবেন না। অথচ পূজার মরশুমে রাস্তার দু’পাশে প্রধান সড়কে জল জমেই রইলো। জায়গায়সেখানে মশানাশক কোনো তেলো স্প্রে করতে দেখা গেল না। অনেক জায়গায় রাস্তা কাদাময় হয়ে আছে তাও দেখা গেল।

উন্নয়ন! উন্নয়ন! শব্দে বাজারে বিশাল আওয়াজ।

নেতারা উদ্বোধন করলেন একের পর এক দুর্গা মণ্ডপ। বক্তৃতা দিলেন, বাংলার সেরা উৎসব দুর্গোৎসব,মানুষের উৎসব।

মণ্ডপ উদ্বোধনে যাবার সময় রাস্তার এই দুরবস্থা তাদের চোখে পড়ল না?

‘আমি কাঁচরাপাড়াকে ভালোবাসি’ এই নাকি ভালোবাসার নমুনা!!