অবতক খবর,২৮ এপ্রিলঃ আজ বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়ায় চলল রেল আধিকারিকদের অভিযান। কাঁচরাপাড়া ৫ম অ্যাভিনিউর ৮(এ),৮(বি),৮(সি),৮(ডি)-এই চারটি কোয়ার্টার পরিত্যক্ত অবস্থায় ছিল। এই পরিত্যক্ত কোয়ার্টার গুলিতে স্থানীয় কিছু মানুষ দখল করে বসবাস করছিলেন। বেশ কিছুদিন আগে রেলের তরফে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা কোয়ার্টার গুলি ছাড়েননি। অবশেষে আজ রেল প্রশাসন ওই কোয়ার্টার গুলিতে অভিযান চালায়। কোয়ার্টার গুলি খালি করে সিল করে দেওয়া হয়।

অন্যদিকে আজই কাঁচরাপাড়া রেলস্টেশনে যে পরিত্যক্ত কোয়ার্টার গুলি ছিল সেগুলিও সিল করার কথা ছিল। কিন্তু রেল পুলিশ সেখানে পৌঁছতেই দেখা যায় ওই কোয়ার্টার গুলি যারা দখল করে রেখেছে তারা আগেভাগেই তালা মেরে কোথাও চলে গেছে।

বহুবার তাদের নোটিশ দিয়েছে রেল প্রশাসন তা সত্ত্বেও তারা কোয়ার্টার গুলি খালি করেনি।

বলতো যে কোয়ার্টারগুলি আজ সিল করার কথা ছিল সেগুলি সিল না করেই ফিরে যেতে হলো রেল পুলিশকে।

Fifth men colony/KPA, under Bizpur PS. in between 11:00hrs to 11:25hrs.

Quater No. VIII/3/ A, B, C.

Arindam Chakraborty

I.W.O/KPA Railway.

SI Rubendra Kumar

(RPF)

——————————————–

Kanchrapara station colony, under Bizpur PS. In between 11:40hrs to11:50hrs.

Quater No. 69/T (A to O)= 15 units.

Dipnarayan Roy

I.W.O line.

ASI Satyendra Kumar

(RPF)