অবতক খবর ২২ ডিসেম্বরঃ কবিগুরু রবীন্দ্রপথে অবস্থিত বিকাশ লাইব্রেরীর কর্ণধার বিকাশ চক্রবর্তী প্রয়াত হলেন। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। বিভিন্ন সময়ে ব্যবসায়ী সমিতির এক নম্বর ইউনিটের বিভিন্ন পদ সভাপতি সহসভাপতি সম্পাদকের পদ অলংকৃত করেছিলেন।

কাঁচরাপাড়ার বুকে অর্ধশতাব্দীরও বেশি প্রাচীন এই বিকাশ লাইব্রেরী। পুস্তক বিপণি হিসেবে এই প্রতিষ্ঠানটি বিশেষ পরিচিতি পেয়ে গিয়েছিল। পাঠ্যপুস্তক তো বটেই অন্যান্য পঠন সামগ্রীও এখানে পাওয়া যায়। আরেকটি বিষয় ছিল সাহিত্যপাঠের জন্য ভালো ভালো গল্প উপন্যাস কাব্যগ্রন্থ এখানে পাওয়া যায়, এমনই একটি সুনাম ছড়িয়ে পড়েছিল। ব্যবসায়ীদের আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয় যুক্ত ছিলেন।

শেষ যাত্রায় দাহঘাটে অঞ্চলের ব্যবসায়ীরা তার সহযাত্রী ছিলেন। হাজির ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক কানাইলাল মজুমদার ব্যবসায়ী অরুণ আগরওয়াল দুলাল পোদ্দার শঙ্কর দাস প্রমুখ। অসংখ্য পাড়া প্রতিবেশী শ্মশান ঘাটে জড়ো হয়েছিলেন।