কাঁচরাপাড়ায় ১৩ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ধর্মতলায় পৌঁছলেন যুবনেতা সুজিত দাস

অবতক খবর,২১ জুলাইঃ বীজপুরের লড়াকু নেতা সুজিত দাস (বাপি),যিনি কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। বর্তমানে তিনি যুব নেতা। আজ ২১শে জুলাই। আর সেই উপলক্ষে তিনিও আজ শহীদ বেদীতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সেই সঙ্গে তিনি এও বার্তা দেন যে, সকলকে মিলে একসাথে কাজ করতে হবে। ‌কারণ তৃণমূল কংগ্রেসের একটাই স্লোগান,বদলা নয় বদল চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা বদল করে দেখাবো। বীজপুর একটা অন্য মাত্রা পাবে। মানুষের জন্যই আমাদের পরিচিতি। ‌ আর আমরা কখনোই আমাদের পরিচয় ভুলে যাবো না। ‌ কারণ মানুষ আছেন বলেই আমরা আছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে বিশ্বাস করেন।

কারণ আমাদের নেত্রী সর্বদা মানুষের জন্যই কাজ করেন। আর সেই কারণেই আমরা একটা পরিচয় এখনো পাই এবং মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বলেন। আমরা গর্বিত যে, আমরা তৃণমূল কর্মী।

আর আমরা শপথ নিচ্ছি যেভাবে দুঃসময় আমরা দল ছেড়ে যাইনি, ঠিক সেই ভাবেই আগামীতেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হয়ে থাকবো। ‌কারণ মানুষ জানে আজ চারিদিকে বড় বড় নেতা থাকলেও তারা কিন্তু দুঃসময় দলকে ছেড়ে চলে গিয়েছিল।

 

এই বলে তারা শহীদদের প্রতি পূর্ণ মর্যাদা সহকারে শ্রদ্ধা জ্ঞাপন করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন।