অবতক খবর,২৭ ডিসেম্বরঃ আজ কাঁচরাপাড়ায় সিপিআই-এর ৯৬ তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হল গুরুদুয়ারা রোড, বর্তমান গোবর্ধন সরণিতে।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য সুধীর দত্ত, কাঁচরাপাড়া ব্রাঞ্চ সেক্রেটারি অসিত সরকার। এছাড়া বক্তব্য রাখেন রামনিতালি যাদব -এলসিএস, কমরেড শ্যামল ব্যানার্জি, এআইটিইউসি নেতা, কমরেড গৌতম বিশ্বাস এবং সিটু নেতা শম্ভু চ্যাটার্জি।

বক্তারা ভারতবর্ষের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে বিশদ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি যে দেশকে কর্পোরেটের হাতে তুলে দেবার চক্রান্ত ছাড়া কিছুই নয়, তা তারা স্পষ্ট জানিয়ে দেন। জনবিরোধী শ্রম ও কৃষি নীতি কিভাবে সাধারণ মানুষের জীবনকে সংকটাপন্ন করে তুলবে তা তারা জানান। একমাত্র বামপন্থী রাজনৈতিক আন্দোলনই তৃণমূল দলের স্বৈরাচার ও বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখতে পারে সে কথা তারা বলেন, বলেন বামপন্থী ঐক্য সুদৃঢ় করে তোলার কথা।

উল্লেখ্য আজ কার্যালয়টি আলো ও চেইন ফ্ল্যাগ দিয়ে সুসজ্জিত করা হয়।