কল্যাণী সীমান্ত স্টেশন অবরোধ করল হকার এবং নিত্যযাত্রীরা

অবতক খবর,১৮ এপ্রিল,মৃন্ময় লাহিড়ী,কল্যাণী, নদীয়া: আজ ভোরে কল্যাণী সীমান্ত স্টেশনে হকার এবং নিত্যযাত্রীরা ট্রেন অবরোধ করে। তাদের দাবি প্রথম কল্যাণী সীমান্ত লোকালে প্রচুর মানুষের জীবন-জীবিকা নির্বাহ করে। করোনা কালে ভোর পাঁচটার ট্রেনটিকে বন্ধ করে দেওয়া হয়।

এই ট্রেনে প্রচুর মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কলকাতায় বিক্রির জন্য নিয়ে যায়। ট্রেনটিকে বন্ধ করে দেওয়ার প্রচুর মানুষের রুজি রোজগারের সমস্যা হচ্ছে বলে তারা জানান। তাই পুনরায় সেই ট্রেনটি চালু করার দাবিতে আজ তারা রেল অবরোধ করেন।