অবতক খবর,২৫ এপ্রিল: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। কার্যত স্তব্ধ গোটা বিশ্ব। কিন্তু এই লকডাউনে থেমে নেই অবৈধ কার্যকলাপ। বিশেষ করে মাটি মাফিয়ারা। করোনা ভাইরাসও তাদের আটকাতে পারেনি,তারা তাদের কাজ করেই চলেছে। এমনই অভিযোগ উঠেছে কল্যাণী মাঝেরচর এলাকায়। স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে প্রায় শতাধিক ডাম্পার মাটি চলে যাচ্ছে গঙ্গার পাড় থেকে।

মাঝেরচর গঙ্গার ঘাট থেকে মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি কেটেই চলেছে। আর এই লকডাউনে মানুষজন কম থাকায় সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। অন্যদিকে এ বিষয়ে রাণাঘাট পুলিশ সুপার এবং কল্যাণী মহকুমা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৃষ্ণ মাহাতো। তার অভিযোগ,দুটি জেসিবি সেখানে রয়েছে। আর তার সাহায্যেই অবৈধভাবে এই মাটি কাটা হচ্ছে।

এর পাশাপাশি তিনি এও বলেন,এই অবৈধ কার্যকলাপের পেছনে যুক্ত রয়েছে স্থানীয় দুই ইটভাটার মালিক।‌ কিছু মাটি ওই দুই ইটভাটায় যাচ্ছে। তিনি বলেন, এইভাবে যদি প্রতিদিন শতাধিক ডাম্পার মাটি কাটা হয় তবে খুব শিগগিরই ধস নামবে অঞ্চলে এবং এতে বিপদে পড়বেন মাঝেরচর অঞ্চলের মানুষ।