অবতক খবর, অনুপ কুমার মণ্ডল, নদীয়াঃ কল্যাণী সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল কল্যাণী পৌরসভার ২৫ তম রজত জয়ন্তী উৎসব । এই অনুষ্ঠান উপলক্ষে এই মঞ্চে বসেছিল চাঁদের হাট। কল্যাণী পৌরসভার ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের মন্ত্রী তথা চাকদহের বিধায়ক রত্না ঘোষ কর বলেন, কল্যাণী আমাদের অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা শহর ডঃ বিধান চন্দ্র রায়ের স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল। কল্যাণীর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে । সেই কল্যাণী যখন পুরসভায় স্বীকৃতি পেল তার পর থেকেই পুরসভার মাধ্যমে আমাদের ডঃ বিধান চন্দ্র রায়ের সেই পরিকল্পনার এবং স্বপ্নের শহর করার যে ভাবনা তার বাস্তবায়িত শুরু হয়েছিল।

২০১১ সালে বাংলার ক্ষমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আজ কল্যাণী সত্যিকারেরই আমাদের ডাঃ বিধান চন্দ্র রাযয়ের স্বপ্ন পুরনের লক্ষ্যের দিকে পৌঁছে গিয়েছে। ট্রিপল আইটি থেকে শুরু করে এইমসের মত মেডিকেল কলেজ কল্যাণীতে হচ্ছে । রাস্তাঘাট এর সমস্ত উন্নয়ন এবং পরিষেবা পাচ্ছে তো সেই ২৫ বছরে দাঁড়িয়ে আমরা বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ভাবনা সেই ভাবনাকে সঙ্গে নিয়েই আগামী দিনে কল্যাণীতে সম্পূর্ণ বিধানচন্দ্র রায়ের স্বপ্নপূরণের শহরে পরিণত হবে।