অবতক খবর,১০ এপ্রিলঃ কল্যাণী ইন্ডিয়ান অয়েলের পরিবহন কর্মচারী শাখা ইউনিয়ন বিএমএস পরিচালিত সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আন্দোলন শুরু করলেন। ইন্ডিয়ান অয়েলের মেইন গেটের সামনে তারা তাদের এই আন্দোলন করেন।

ফলত,ইন্ডিয়ান অয়েলের ভেতরে প্রবেশ করতে পারছে না কোন গাড়ি। এমারজেন্সি গ্যাসের গাড়ি না ঢুকতে পারার ফলে সমস্যা তৈরি হচ্ছে। ইন্ডিয়ান অয়েলের ডিজিএম এই আন্দোলন নিয়ে প্রশাসনের দারস্থ হন।

পাল্টা আন্দোলনকারীরা দারস্থ হয়েছেন প্রশাসনের। তাদের দাবি,কো-অপারেটিভের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ হচ্ছে না। পাশাপাশি গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মচারীরা। এই সকল প্রসঙ্গ নিয়েই আজ তাদের এই আন্দোলন।

অন্যদিকে আন্দোলন পরবর্তীতে কল্যাণী থানায় বৈঠকে বসেছে ভারতীয় মজদুর সংঘের কল্যাণী ইন্ডিয়িন অয়েল শাখার সেক্রেটারি, প্রেসিডেন্ট,ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ডিজিএম এবং কল্যাণী থানার আইসি।

বৈঠকের পর কি সিদ্ধান্ত হবে সেইদিকেই তাকিয়ে আছে সকলে।