অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ গতকাল নদীয়ার কল্যাণী থেকে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া ৭ জনকে আজ দুপুর ১:৩০ মিনিট নাগাদ পাঠানো হলো কল্যাণী মহকুমা আদালতে। কল্যাণীতে আলোর দিশা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কল্যাণী বি-৭/৩১৭ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া নিয়ে একাধিক অসামাজিক কাজকর্ম চালাত সৌমিতা দে ও তার স্বামী সুব্রত সরকার সহ অন্যান্যরা।

জানা যায় সিআইডি সূত্রে। গতকাল কল্যাণীর ওই বাড়িতে হানা দেয় CID ও DD’র আধিকারিকরা। বুধবার দুপুর ৩:৩০ মিনিট থেকে শুরু হয় অভিযান চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ রাত বারোটা নাগাদ শেষ হয় সেই অভিযান। আটক করা হয় সরকারি বোর্ড লাগানো একটি চার চাকার গাড়িসহ তিনটি মোটর বাইক। উদ্ধার হয় বিভিন্ন ব্যাংকের ৭০ টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের একাধিক পাসবুক, একাধিক নথি, দুটি ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন অসংখ্য রাবার স্টাম্প। গ্রেফতার করা হয় ৭ জনকে। তাদেরকে বুধবার রাতে নিয়ে রাখা হয়েছিল কল্যাণী থানায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার কল্যানী থানা থেকে অভিযুক্তদের পাঠানো হলো কল্যাণী মহকুমা আদালতে।