অবতক খবর,১৯ আগস্টঃ কল্যাণী পৌরসভার অন্তর্গত টোটো চালকেরাই টোটো চালানোর অনুমতি পাবেন, সাফ জানিয়ে দিলেন পৌরপ্রধান ডঃ নিলীমেশ রায় চৌধুরী। কল্যাণীতে বাতিল হতে চলেছে প্রায় তিন হাজার অবৈধ টোটো। টোটো নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কল্যাণী পৌরসভা। পঞ্চায়েত এলাকার টোটো চলবে না কল্যাণী পৌর এলাকায়। রেজিস্ট্রেশন ছাড়া আর কোন টোটো চলবে না কল্যাণী শহরে। কল্যাণী শহর জুড়ে এবার প্রায় ১২০০ টোটো চলবে। বাদবাকি টোটো চলাচল বন্ধ করে দেওয়া হবে। গত ১৬ই আগস্ট কল্যাণী পৌরসভা থেকে প্রায় ৪৫০টি টোটোকে রেজিস্ট্রেশন এবং টোটো চালকদের পরিচয় পত্র দেওয়া হয়। পরবর্তীতে আরো সাড়ে ৭০০ টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। কল্যাণী শহরে যানজট এড়াতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে আগামিতে টোটোর রেজিস্ট্রেশন পেতে আরো কড়াকড়ি করা হবে বলেও জানা গেছে কল্যাণী পৌরসভার তরফে। অন্যদিকে টোটোর ভাড়াও নির্ধারিত করে দেবে কল্যাণী পৌরসভা।

এ প্রসঙ্গে পৌর প্রধান ডঃ নিলীমেশ রায় চৌধুরী জানান, কল্যাণী শহরে অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়ে চলেছে। এ নিয়ে বৈঠক হয়েছে প্রশাসন এবং টোটো ইউনিয়ন গুলির সাথে তারাও সম্মতি প্রদান করেছেন। রাজ্যের মধ্যে প্রথম কল্যাণী পৌরসভা টোটোর জন্য কিউআর কোড চালু করল। ভাড়া নিয়ে টোটো চালকেরা আর জোর জুলুম করতে পারবে না। সবকিছুই হবে নিয়মমাফিক মানুষের কোন সুবিধা অসুবিধা হলে পৌর প্রশাসন এবং থানা প্রশাসন সহযোগিতা করবেন।

কল্যাণী এই পৌরসভার এই সিদ্ধান্তে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ টোটো চালকেরা।