অবতক খবর,২০ ফেব্রুয়ারি : কল্যাণীতে পুলিশের গাড়িকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড ঘটে। পুলিশের গাড়িকে কেন্দ্র করে মতুয়াদের সঙ্গে তুমুল সংঘর্ষ পুলিশের।ভাঙা হয় পুলিশ-এর গাড়িও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাসাগর পল্লীতে মতুয়াদের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান থেকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। অভিযোগ সেই সময় ওই কর্মসূচির পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় খিচুড়িতে নোংরা কাদা ভরে যায়। এরপরই ক্ষিপ্ত হয়ে যান সেখানকার মানুষজন। পুলিশের ওই গাড়িটি যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছিল সেই সময় তারা আটক করে গাড়িটি। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। তারা ওই পুলিশের গাড়িটি ভাঙচুর করে এবং গাড়িটি উল্টে দেয়।

এরপর বিশাল সংখ্যক পুলিশ সেখানে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এরপরই মতুয়ারা কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে সেখানে স্থানীয় বিধায়ক ছুটে আসেন। দীর্ঘ আলোচনা হওয়ার পর সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু স্থানীয় মানুষজনের প্রশ্ন যেখানে এরম একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল এবং বহু মানুষের সমাগম ছিল সেই জায়গায় কি করে পুলিশের গাড়ি এই ধরনের আচরণ ঘটালো। কারণ এই ধরনের অনুষ্ঠান যেখানে চলে সেইসব এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পুলিশের গাড়ি নিজে দ্রুত গতিতে প্রবেশ করে কি করে নিয়ম ভাঙলো? সে নিয়েও উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর এবং অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকায় আপাতত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনায় পুলিশ আধিকারিকরা সকলে ঘটনাস্থলে ছুটে গেছেন ও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।