অবতক খবর,১ ডিসেম্বরঃ কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দে’র উদ্যোগে বন্ধ হল অবৈধ মাটি পাচার। শহর সভাপতির কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছে মাটি কাটার যন্ত্রপাতিসহ একটি গাড়ি। সূত্রের খবর কিছুদিন ধরেই কল্যাণী এক নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লী এলাকার একটি পরিত্যাক্ত কারখানার ভিতর থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। মাটি পাচারের কথা শুনে গত বুধবার সকালে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দে আচমকাই ঘটনাস্থলে হানা দেন। তাঁকে দেখেই তড়িঘড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই মাটি মাফিয়ারা। শুধুমাত্র একজন শ্রমিক ধরা পড়ে।তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। দীর্ঘদিন ধরেই কল্যাণী শিল্পাঞ্চলের বন্ধ কারখানা চত্বরের মাটি কেটে পাচার চলছিল। সবকিছু জেনেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছিল বলে এলাকাবাসীর অভিযোগ। তবে এদিন খোদ শাসকদলের নেতাই মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হন,আর এতেই খুশি শহরবাসী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই এলাকার কয়েক বিঘা জমিতে কয়েক ফুট করে গভীর গর্ত অর্থাৎ সেখান থেকে মাটি কেটে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দারে জানাচ্ছেন সারা দিনে অন্তত ৫০টি মাটির গাড়ি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। আর এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের জেরে কেউই মুখ খোলেনি এতদিন।

প্রসঙ্গে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দে জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ এর বেশি অবশ্য তিনি কিছুই বলেননি।