অবতক খবর,১৫ জানুয়ারিঃ চারদিকে চাষের জমি তার এক পাশে কলাবাগান কলাবাগানের মাঝখানে একটা সুরঙ্গ আর সেই সুরঙ্গে মাথার ওপর কলাপাতা দিয়ে ঢাকা,সুরঙ্গে নামার জন্য আছে সিঁড়ি আর সেই সিঁড়ি দিয়েই নামতে হবে সুরঙ্গে, এই ৮ ফুটের সুরঙ্গে বাস করে এক ব্যক্তি নাম রাজু মন্ডল পেশায় চাষী, সূত্রে জানা তার স্বাদের কলাবাগান বাঁচাতেই এবং হনুমানের উপদ্রবের কারণে এই সুরঙ্গে বাস করেন।