এখনই তো গর্জে ওঠার সময়। এখনই তো প্রয়োজন শুধু কলম নয়, সঙ্গে তরবারি।
কলম ও তরবারি যুগপৎ সময়ের প্রহরী।

কলম ও তরবারি
তমাল সাহা

এখন সবাই লিখছে কবিতা
কলমকে বর্শা-বল্লম বানাচ্ছে না।
এখন সবাই মানুষের জন্য কাঁদছে!
মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না।

কবিতায় আলতো চুমুর মতো
নীরব শব্দ সাজানোর গোপন
লুকোচুরি খেলায় মেতেছে সবাই।
প্রকাশ্যে সশব্দ চুম্বন রটাতে
আমি তো কোনো পাপ দেখি নাই।

অসির চেয়ে মসী বড়ো—
সে তো কবেকার কথা, সকলেই জানে।
কলমকেও কখনো করতে হয় তরবারি।
মানবিকতা বিপন্ন হলে
একহাতে কলম,অন্যহাতে তরবারি
ভীষণ জরুরি–দরকারি।