কলকাতা বন্দরের নতুন নামকরণ করলেন প্রধানমন্ত্রী

অবতক খবর :: কলকাতা বন্দরের নাম ঘোষণা করবার দুদিন যেতে না যেতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর নামাঙ্কিত কলকাতা বন্দরের,শ্যামাপ্রসাদ মুখার্জির নামের বদলে রামমোহন রায়ের নাম করার দাবি নিয়ে কলকাতার রাজপথে মিছিল বের করলেন।

ছাত্রছাত্রীদের হাতে প্ল্যাকার্ড তারা বিবাদীবাগ থেকে বন্দরের সদর দপ্তরের সামনে পর্যন্ত আসতেই পুলিশ তাদের ঘিরে ফেলে মোদি সরকারের আমলে নাম পরিবর্তন নতুন কিছু নয় যেমন রেসকোর্সে নাম হয়েছে লোক কল্যান মারগ।

ওরঙ্গজেব রোড হয়েছে এপিজে আবদুল কালাম রোড বিজেপি শাসিত উত্তরপ্রদেশ স্টেশনের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় ফৈজাবাদ জেলার নাম হয়েছে অযোধ্যা এবার নবতম সংযোজন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় নামে কলকাতা বন্দর।

এখানে উল্লেখ থাকে যে 1946 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য স্বাধীনতার ইতিহাসে এই বন্দরের নাম জড়িয়ে আছে।