অবতক খবর,২৪ এপ্রিল,সুমিত: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড ট্যাংরা ক্রিস্টোফার রোডের এক বস্তিতে আগুন লাগে রবিবার দুপুরে। ঘিঞ্জি এলাকায় হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে দমকলের আটটি ইঞ্জিন। ক্রিস্টোফার রোডের উপর একটা কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানা লাগোয়াই ঝুপড়ি রয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট আগুনের ভয়াবহতা। দাউদাউ করে জ্বলছে লেলিহান শিখা। ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তা হওয়ার কারণে দমকলের ইঞ্জিনগুলি ঢুকতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে।

ট্যাংরার ক্রিস্টোফার রোডের এক গাড়ির গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে উপস্থিত দমকলের দশটারও বেশী ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে।স্থানীয়দের অভিযোগ অনেক সময় পর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী।