অবতক খবর,১ মেঃ কলকাতা,কলকাতার রাজভবনে পালিত হল গুজরাট ও মহারাষ্ট্র দিবস। কর্মসুত্রে কলকাতায় থাকা মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরপর ছত্রপতি শিবাজি মহারাজ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের দুটি পোট্রেট্রের উদ্বোধন করেন রাজ্যপাল।

রাজ্যপাল বলেন,
মহারাষ্ট্রের প্রতি বাংলার শ্রদ্ধা চিরকালের। গোখলে বলেছিলেন বাংলা আজ যা ভাবে সারা ভারত কাল তা ভাবে৷
তিনি বাংলা সহ গুজরাঠি, মারাঠি,তেলেগু,কঙ্গনী,তামিল, কানাড়া সহ বিভিন্ন ভাষায় তার বক্তব্য তুলে ধরেন ।