অবতক খবর , শিলিগুড়ি :      কলকাতার মতো শিলিগুড়িতেও সৌন্দর্যয়ায়নের কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করেছে পুরনিগম। আশা ছিল পুজোর আগেই শিলিগুড়িবাসীকে এই নতুন মহানন্দা ঘাট উপহার দেবে পুরনিগম। কিন্তু কিছু নতুন কাজ সংযোজন হওয়ায় এই কাজ শেষ করতে দেরি হলো। তবে পুজোর পরপরই সম্পূর্ণরূপে এই কাজ শেষ করা হবে বলে জানালেন পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।

রবিবার ফের ঘাটের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে উপস্থিত হন প্রশাসক অশোক ভট্টাচার্য। কাজ খতিয়ে দেখে তিনি জানান, দ্রুততার সাথে কাজ শেষ করার চেষ্টা চলছে, তবে ছট ঘাট সহ কিছু বাড়তি কাজ সংযোজন হওয়ায় পুজোর পরে এই সৌন্দর্যায়নের কাজ শেষ করা হবে।