অবতক খবর,২৩ ডিসেম্বর: কলকাতার নতুন মেয়র পদে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরসভা পরিচালিত হবে।

  • কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়।
  • দলনেতা ফিরহাদ হাকিম
  • ডেপুটি মেয়র অতীন ঘোষ
  • ডেপুটি মেয়র অতীন, মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন
  • ১৬-র মধ্যে ৯টি বরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা

বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়।

এবার পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ছিলেন  ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে ছিলেন বামেদের প্রার্থী পারমিতা দাশগুপ্ত , কংগ্রেসের প্রার্থী হয়েছেন অনিমেষ ভট্টাচার্য, ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন প্রতাপ সোনকার।

পুরভোটের পরীক্ষায়, তৃণমূলের রিপোর্ট কার্ডে ঢালাও নম্বর দিয়েছে কলকাতাবাসী। এবার পুরভোটে জিতে আসার পর, কলকাতা পুরসভার কাজ নিয়ে, রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছে তৃণমূল।