অবতক খবর,৯ ফেব্রুয়ারি : বালিগঞ্জে এক বেসরকারি সংস্থার অফিস থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি। কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযানে মিলল এই বিপুল পরিমাণ টাকার হদিশ। বুধবার কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। বালিগঞ্জের ওই বেসরকারি সংস্থার দপ্তরে সারা রাত তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কিছু ডিজিটাল তথ্যও।

সারা রাত তল্লাশি চালানোর পর ভোর ৪টে নাগাদ বালিগঞ্জের ওই অফিস থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত।
বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে খোঁজ পাওয়ার পর বুধবারই বালিগঞ্জে ওই বেসরকারি সংস্থার দপ্তরে হানা দেয় ইডি। সঙ্গে ছিল টাকা গোনার যন্ত্র। বুধবার রাত অবধি নগদ টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। ভোরবেলা পর্যন্ত তল্লাশি চালানোর পর আরও ৪০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বেসরকারি সংস্থার ডিরেক্টরকে চলতি সপ্তাহেই দিল্লিতে তলব করেছে ইডি।