অবতক খবর,৩ নভেম্বর: কলকাতায় পৌঁছালো ভারতীয় ক্রিকেট টিম। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এলো তারা। রবিবার ৫ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এই মুহূর্তে সাতটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। এখনো পর্যন্ত এবারের বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি ভারতীয় ক্রিকেট দল। প্রিয় ক্রিকেটারদেরকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমায় উৎসুক জনতা।