অবতক খবর,১৫ আগস্ট: আগামী তৃণমূলের খেলা দিবস। আর আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার পিছিয়ে পড়া অঞ্চলে পৌঁছে গেলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর স্ত্রী রিঙ্কু অধিকারী।

আজ তিনি প্রায় ৫০০ জন দুঃস্থ ছোট ছোট শিশুদের মধ্যে বই,খাতা,পেন বিতরণের পাশাপাশি তাদের মিষ্টিমুখ করালেন।

এ প্রসঙ্গে রিঙ্কু অধিকারী বলেন,”এই ছোট শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আর আমি যে অঞ্চলে এসেছি সেটি অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল। এই সমস্ত অঞ্চলে শিশুরা ঠিকমতো খেতেও পায় না।তাই আজ আমি এই বিশেষ দিনে তাদের মাঝে উপস্থিত হয়ে তাদের মিষ্টিমুখ করিয়ে এবং পঠন সামগ্রী বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র।”