অবতক খবর,১৩ সেপ্টেম্বরঃ গত মাসের বেতন না পেয়ে কর্ম বিরতির ডাক দিল ভাটপাড়া পৌরসভার আরবান ট্রাক্টর শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে বেতনের দাবিতে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। পৌরসভার পাম্পিং স্টেশনের গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা। কর্ম বিরতির জেরে এদিন সকাল থেকে পৌর অঞ্চল সাফাইয়ের জন্য কোন গাড়ি বের হতে দেয়নি শ্রমিকরা।

শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে।

প্রসঙ্গত, এর আগেও ভাটপাড়া পৌরসভার সংগঠিত ও অসংগঠিত শ্রমিক কর্মচারীরা পূর্বতন বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। নতুন বোর্ড গঠনের পর দীর্ঘ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের সেই সমস্যার সমাধান করা হয়েছিল।

বারংবার একই সমস্যা নিয়ে শ্রমিক অসন্তোষের মুখে পড়তে হয়েছে ভাটপাড়া পৌরসভা কে। কবে মিলবে এই সমস্যার প্রতিকার সেটাই এখন দেখার বিষয়।