অবতক খবর,২৭ মার্চঃ সাম্প্রতিককালে ঘরে বাইরে নানান ইসুতে অস্বস্তি বেড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। দলের বহর বাড়ার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরেই গোষ্ঠী কোন্দল। যদিও পরিস্থিতি সামাল দেওয়ার মরিয়া চেষ্টা করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং তৃণমূলের ফেরার পর থেকেই দলের পুরনো কর্মীরা নানান সময় মুখ খুলতে শুরু করেছে।

২৯ মার্চ তৃণমূলের শহীদ মিনার চলো কর্মসূচিকে ঘিরে গতকাল সাংসদের বাড়িতে আয়োজন করা হয়েছিল সংখ্যালঘু সেলের একটি প্রস্তুতি সভা। সেখান থেকেই দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন উপ পৌর প্রধান সোমনাথ তালুকদার বলেন, অবিলম্বে সাংসদ অর্জুন সিং কে দলের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো উচিত। না হলে শিল্পাঞ্চলের বেসামাল রাজনীতি সামাল দেওয়া সম্ভব নয়। আজ ফের তৃণমূলের প্রাক্তন উপ- পুর প্রধান স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন, আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছি। সাধারণ কর্মী হিসেবেই আমি উপলব্ধি করেছি বিরোধীরা একত্রিত হয়ে যেভাবে শাসকদলের নেতাকর্মীদের আক্রমণ করছে তাতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে সংসদ অর্জুন সিং এর মত অভিজ্ঞ রাজনীতিবিদ কে গুরুত্বপূর্ণ জায়গায় দলের বসানো উচিত। দলের ঊর্ধ্বে আমরা কেউ নই। শীর্ষ নেতৃত্ব যেটা সঠিক মনে করবে সেটাই করবে। আমরা দলের অনুগত সৈনিক হিসেবে আমাদের শুধু অভিব্যক্তি প্রকাশ করেছি।