অবতক খবর,১২ জানুয়ারি: করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। মাস্ক বিহীন মানুষদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে বাধ্যতামূলকভাবে সাথে সাথেই।

গতকাল দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করণা আক্রান্ত হয়েছেন 128 জন। সুস্থ হয়েছেন 35 জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 476 জন। ইতিমধ্যেই বালুঘাট শহরে নতুন করে 1, 3, 12, 19 এবং 21 নম্বর ওয়ার্ডের মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে।

রাজ্য সরকারের বিধি-নিষেধ অনুযায়ী মাক্স ছাড়া রাস্তায় বেরোনো দণ্ডনীয় অপরাধ। মানুষদের সতর্ক করতে এবং করোনা রুখতে প্রতিদিন পুলিশি অভিযান চলছে বালুরঘাট শহরে। তবুও রাস্তায় মাস্ক বিহীন লোকজনকে দেখা যাচ্ছে। একারণে এদিন বালুরঘাট শহরে বালুরঘাট থানার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে অভিযানে নামে। রাস্তায় যে সকল মানুষকে মাক্স বিহীন অবস্থায় দেখা যাচ্ছে, তাদের সাথে সাথেই করানো হচ্ছে করোনা টেস্ট।