অবতক খবর :: শিলিগুড়ি ::   সোমবার থেকে বন্ধ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট, বন্ধ ফলের দোকান, মাছের বাজার, বন্ধ সবজীর পাইকারি বাজারও। গত কাল গভীর রাত্রে জেলাশসক এই সিদ্ধান্ত নেন। তিনি জানান যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রাখা হবে এইসব পাইকারি বাজার।

গত পরশু মাছের পাইকারি বাজারে ধরা পড়ে একজনের করোনা পজিটিভ তার সংক্রমন কোথায় কোথায় ছড়িয়েছে আর যাতে ছড়াতে না পারে সেকারনেই এই সিদ্ধান্ত। এদিকে এই বাজার বন্ধে সবজী এবং মাছের বাজারের কোন তারতম্য ঘটবে না বলে দাবী শিলিগুড়ি বিধান মার্কেট এবং সুভাষপল্লী বাজার কমিটির। তাদের দাবী তারা মানুষের চাহিদামতো যোগান দিতে পারবেন। এদিকে বাজার বন্ধ হওয়াতে শিলিগুড়িতে বাজারের অবস্থা আরো খারাপ হবে বলে মনে করছে শিলিগুড়ির মানুষ। তাদের মতে জিনিসের দাম আকাশছোয়া এইভাবে কতদিন চালাবে বিক্রেতারা?