অবতক খবর,৪ জানুয়ারি: করোনা সংক্রমণ ঠেকাতে করা বিধি-নিষেধ থাকা সত্ত্বেও নবগ্রামের কিরীটেশ্বরী মন্দিরে আজ মেলা বসলো। এবং মন্দিরে ভক্তরা এক এক করে পূজো দিলেন। তবে মন্দিরে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজার হাতে দিয়ে মুখে মাক্স পড়ে তবেই মন্দিরে পুজো দেয়া যাচ্ছে। জানা যায় ৫১ পীঠের অন্যতম সতীপীঠ এই কিরীটেশ্বরী।

পৌষ মাসের প্রতি শনি এবং মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু এবার করোনার কারণে মন্দির কমিটি থেকে জানিয়ে দেয়া হয় যে কোনো রকম দোকানপাট মেলায় বসবে না। মেলায় যারা স্টল করেছিলেন তারা জানালেন বিগত বছর মেলা বন্ধ ছিল। এবার যাও স্টল করা হয়েছিল তাও আবার বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীরা অনেকে আক্ষেপ করে বললেন, বীরভূমে সংক্রমণ এত বাড়ছে কিন্তু তারাপীঠ মন্দির এই করোনা সংক্রমণেও বন্ধ থাকছে না ।