অবতক খবর, শিলিগুড়িঃ করোনার আতঙ্ক শিলিগুড়ি শহরে। ফুলবাড়ি সীমান্তে চলছে স্বাস্থ্য পরীক্ষা। রবিবার সকাল থেকে চলছে এই স্বাস্থ্য শিবির। ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ির গ্রামীণ এলাকার প্রত্যেক মানুষকে স্ক্যানিং করছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।

ইতিমধ্যেই হোলি উৎসব উপলক্ষে যে সমস্ত স্থানে প্রচুর মানুষের উপস্থিতির সম্ভাবনা ছিল সেই অনুষ্ঠানগুলি বাতিল করেছেন সংগঠনের সদস্যরা।তারা এও জানাচ্ছেন যথেচ্ছ পরিমানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে সরকারী এবং বেসরকারি ভাবে ।শিলিগুড়িতে সিনেমা হল এবং মলের মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে ।

এদিকে করোনা ভাইরাস নিয়ে স্থানীয় ষ্কুলগুলির সাথেও বৈঠক করতে পারে রাজ্যের সাস্থ্য দফতর। ষ্কুলের বাচ্চাদের নিরাপত্তার ব্যাপারেও তারা কথা বলবে বলে জানা গিয়েছে। যতদিন এই ভাইরাস প্রভাব থাকবে ততদিন কিভাবে বাচ্চাদের নিরাপদে রাখা যায় তা নিয়েও বৈঠক করবে ইষ্কুলগুলি।

চীন থেকে করোনা সংক্রমণ ইতিমধ্যেই বিশ্বের ৯৪ টি দেশে ছড়িয়েছে ।