অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়িতে করোনা রোগীদের ভর্তির সময় নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা অভিযোগ স্থানীয়দের। গতকাল শিলিগুড়ির কলেজপাড়াতে এক করোনা রোগীকে ভর্তি করাতে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির সেবক রোডের এক নার্সিংহোমে। অভিযোগ ভর্তি করানোর সময় নার্সিংহোমের তরফ থেকে মাত্রাতিরিক্ত অর্থ দাবী করা হয়,তারা জানিয়েছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার সময় ওই অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে প্রথমে তিনহাজার টাকা চাওয়া হয়েছিলো,টাকা দিয়ে দেবার পরও আরো বাড়তি টাকা দাবী করে।

তারাপরে নার্সিংহোমের রিসেপসন থেকে আরো টাকা দাবী করে।রোগীর আত্মীয়রা পরে দেবার অনুরোধ করলে নার্সিংহোমের পক্ষ থেকে মানতে চাওয়া হয় নি।পরে স্থানীয় তৃনমুল নেতার হস্তক্ষেপে ব্যাপারটি মেটে।পরে ওই রোগীর আত্মীয়রা জানান সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছে নার্সিংহোমগুলি।চরম হেনস্থার শিকার হচ্ছেন মানুষ।