নিজস্ব প্রতিবেদক : অবতক খবর :    করোনা রুখতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ভূতপূর্ব ক্রিকেটার লক্ষী রতন শুক্লা। আজকে তিনি তার টুইটার একাউন্টে একটি পোস্ট করেন। ৬ তারিখ তার জন্মদিনে তিনি কিছু অর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দান করার কথা জানান।

সূত্রের খবর গত বছর আইপিএল চলাকালীন লক্ষীকে ধারাভাষ্য দেওয়ার জন্য ডাকা হয়। তিনি তাতে যোগদান করেন। ধারাভাষ্য বাবদ তিনি আইপিএল কর্তৃপক্ষের থেকে ফিজ নেন। অনেকগুলো ম্যাচে তিনি ধারাভাষ্য দেন। সেই কাজের জন্য তিনি যা অর্থ রোজগার করেছিলেন তার সম্পূর্ণটাই তিনি আজকে এই তহবিলে জমা করান। তিনি টুইটার একাউন্টে পোস্ট করে এই বিষয়ে বার্তাও দেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয়ের পরে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটা তার তরফ থেকে খুব সামান্য একটু সাহায্য বলেই তিনি দাবি করেছেন। পাশাপাশি এই লড়াইতে আমরা সকলে জিতবো বলেই তিনি প্রত্যয়ী।

প্রসঙ্গত এই বছরেও নির্ধারিত সময়ে আইপিএল হওয়ার কথা থাকলেও। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এই বছর আইপিএল বন্ধ রাখার কথা ঘোষণা করে কর্তৃপক্ষ।