অবতক খবর  : করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারত তথা পশ্চিমবঙ্গের পরিস্থিতিও ভালো নয়। কলকাতায়ও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। ‌ আর ইতিমধ্যেই বীজপুরের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ কল্যাণীতে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। ‌ বীজপুরে যাতে এই করোনা ভাইরাস না ছড়াতে পারে সেই কারণে হালিশহর পৌরসভার পৌরপ্রধান অংশুমান রায়ের উদ্যোগে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হল।

আজ পৌরসভার তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভায় যারা প্রবেশ করবেন, অর্থাৎ সে পৌর কর্মী হোক অথবা সাধারণ মানুষ, তাদের প্রত্যেককেই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে পৌরসভার ভেতরে। সেই কারণেই পৌরসভার গেটেই লাগানো রয়েছে হ্যান্ডওয়াশ। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ গ্রহণ করেছেন পৌর প্রধান। তিনি বলেন, বিশ্বব্যাপী যেভাবে করোনা তার থাবা বসাচ্ছে, আমরা চাইনা আমাদের বীজপুরবাসীও আক্রান্ত হোক এই মারণ ভাইরাসে। জনগণের স্বার্থে আমাদের এই পদক্ষেপ। ‌ কারণ মানুষ সচেতন না হলে এই কোন ভাইরাস মোকাবিলা সম্ভব নয়।