অবতক খবর :: শিলিগুড়ি :: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক বিক্রি করছে এক যুবক। করোনাভাইরাস এ কারণে লকডাউন যখন সমস্ত কিছু,, নিজের সংসার বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী ছেলে মেয়েদের মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্য ,বহরমপুর অযোধ্যা নগরের বাসিন্দা সাহেব শেখ জানালেন তার একটি ছোট্ট জুতোর দোকান ছিল।

সবকিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে তার মনে হল পয়সা না হলে সংসার চালানো যাবে না। তাই সে মনে মনে ঠিক করে মানুষের সবচেয়ে দরকারি জিনিস এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক বিক্রি চিন্তাভাবনা নিলেন।

তিনি বলেন যে যেভাবে মানুষ মাস্ক খোঁজ করছে, তাই তার সংসার চালাতে এবং মানুষ নিজের জীবনকে বাঁচাতে পারবে ,তাই প্রতিদিনই ফাঁকা রাস্তা তে সে ব্যবসা করছে, সে জানাচ্ছে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা তার উপার্জন হচ্ছে। এবং বেশকিছু মানুষ কেউ দেখা গেল তার দোকান থেকে মাস্ক কিনতে। ওষুধের দোকান গুলোতে মাস্ক না পেলেও এইখানে এসে তারা মাস্ককিনে নিয়ে যাচ্ছেন।