অবতক খবর, নয়াদিল্লীঃ গোটা দেশ জুড়ে এখন করোনা ভাইরাসের আতঙ্ক জাঁকিয়ে বসেছে । শুক্রবার মারণ এই সংক্রমণে মৃত্যু হয়েছে ১ জনের । আক্রান্তের সংখ্যা অনেকটাই লাফিয়ে বেড়ে দাঁড়ালো ৮৩ । এদের মধ্যে ৬৬ জন ভারতীয় এবং ১৮ জন বিদেশী রাষ্ট্রের নাগরিক রয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে এই তথ্য উঠে এসেছে ।

করোনা সংক্রমণের জেরে দিল্লী সহ বেশ কিছু রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গে সাউথ পয়েন্ট স্কুল অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । মারণ এই ভাইরাসের সংক্রমণের এখনও কোন প্রতিষেধক বের হয়নি। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশের সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রের অন্যান্য মন্ত্রকগুলোতে নোট পাথিয়ে বলেছে, জমায়েত জনিত কর্মসূচি আপাতত স্থগিত রাখতে । ফলে আইপিএল, কলকাতা ডার্বি ম্যাচ, ইডেনে ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য ম্যাচ আয়োজনের জোড়ালো সম্ভাবনা দেখা দিয়েছে ।