অবতক খবর,২৬ অক্টোবর,পূর্ব বর্ধমান:- ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাইট কারফু জারি করা হয়েছে। মূলত বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। সেই মোতাবেক বর্ধমান শহরজুড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার ক্যাম্পিং চলছে।

কার্যতঃ করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সচেতন করতে শিখ সম্প্রদায় অর্থাৎ বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ ও সচেতনতা শিবিরের আয়োজন।
এদিন মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়,বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুখময় চক্রবর্তী, গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি মহিন্দ্রা সিং সালুজা সহ বিশিষ্ট সমাজসেবী ও সদস্যরা।
মূলত এদিন করোনা ভাইরাসকে রুখতে এবং সচেতন করতে বিশেষ আলোকপাত করেন পুলিশ প্রশাসন ও সংস্থার উদ্যোক্তারা।