দেশ জুড়ে এখন একটাই শব্দ করোনা! নোভেল করোনা!
সংক্ষেপে লোকে বলে চলেছে
করোনা! করোনা! করোনা!
আগে শুনতাম শব্দটি– ডোন্ট!
এখন গিয়ে দাঁড়ালো করোনা।

করোনা
তমাল সাহা

এখন শব্দ সকল নাস্ত্যার্থক দিকে ধায়
বিশ্ব জুড়ে করোনা শব্দটি
দ্রুত মাত্রা পেয়ে যায়।
দূরে থাকো এখন—
আমার সঙ্গে সম্পর্ক করোনা
আমাকে স্পর্শ করোনা
চুম্বন করোনা।
বড় ব্যতিব্যস্ত আছি
শব্দটি নিয়ে এই করোনা।

করোনা! করোনা!
কতদিন তুমি বলবে করোনা?
ডোন্ট শুনেছি আগে
এখন শুনছি করোনা।

কবে বলবে তুমি,
রে রাষ্ট্র! শয়তানি করোনা
দাঙ্গা করোনা,
ধর্ম বিভাজন করোনা
ক্যা-কালা কানুন লাগু করোনা।

তুমি যতই বলো করোনা, করোনা
আমি কোনোদিনও বলবো না
ধর্মঘট করোনা
কোনোমতেই বলবো না
মিছিল করোনা, মিটিং করোনা
কখনই বলবো না
রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করোনা।