অবতক খবর, শিলিগুড়িঃ করোনা আতঙ্ক বাড়ছে শিলিগুড়িতে, শিলিগুড়িতে করোনা আতঙ্কে মুরগির মাংসের বাজার একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। বিধান মার্কেট, সুভাষপল্লী সবজায়গাতেই মাংসের বাজারে ক্রেতার দেখা নেই বললেই চলে। দোলের আগে মাংসের বাজার একটু চড়া থাকে,মাংসের দাম সাধারনত সাধারনের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় । এবারে দাম বাড়াতো তো দুরের কথা দামে দামেও বিক্রি করতে পারছেন না জানালেন বিধান মার্কেটের এক প্রতিষ্ঠিত মুরগীর মাংস ব্যাবসায়ী। রোজ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর আতঙ্ক ব্যবসায়ীদের দ্বিগুণ হচ্ছে, বার বার বলা হচ্ছে করোনার সাথে চিকেনের কোন সম্পর্ক নেই তা সত্যেও মুরগির মাংসের ব্যবসা তলানীতে গিয়ে ঠেকেছে । ব্যবসা কমেছে হোটেলেরও, হোটেলে চিকেন বা মটনের থেকে মাছ কিংবা নিরামিষের দিকে ঝুকছেন খরিদদারেরা, ফলে সবদিক থেকেই ধাক্কা খাচ্ছেন ব্যবসায়ীরা । এক ব্যবসায়ী জানালেন, আগে এক দিনে যা বিক্রি ছিলো এখন সারা মাসেই তা বিক্রি হচ্ছে না, এককথায় শিলিগুড়িতে মুরগির মাংসের ব্যবসা এখন অনিশ্চয়তার পথে।