অবতক খবর, শিলিগুড়িঃ করোনা আতঙ্ক এবারে থাবা বসালো দার্জিলিং এর পর্যটন ব্যবসাতেও।  দার্জিলিং এর ম্যালের পাশে এক হোটেল ব্যবসায়ী জানালেন, হোটেলে পর্যটকদের আসার পরিমান কমেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আর বিদেশী পর্যটকদের প্রায় পুরোভাগই আসছেন না ।সাধারণত পরীক্ষার শেষে এই সময়ে দার্জির্লিং এর হোটেলগুলিতে গিজগিজ করে লোক, এবারে তা একেবারেই শুনশান ।

বিশেষ করে আকাশপথে আসা বন্ধ হয়ে গিয়েছে পর্যটকদের কাছে, দার্জিলিং ছাড়াও সিকিম এবং ভূটানেও পর্যটন ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে । হোটেল মালিকদের মাথায় হাত পড়ে গিয়েছে , সমস্যায় পড়ে গেছেন যাদের পাহাড়ে গাড়ির ব্যবসা আছে, পর্যটক না আসবার ফলে তারাও চিন্তিত । অন্যান্য বছরে ঘুমে এই সময়ে তিল ধারনের জায়গা থাকতো না, কিন্তুু করোনার ছোবলে তা প্রায় নিশ্চুপ হয়ে গিয়েছে। সবমিলিয়ে গোটা রাজ্যের সাথে সাথে দার্জিলিং এর পর্যটন ব্যবসাও অন্ধকারে চলে গিয়েছে।