অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়লো আজ কিছুক্ষন আগে। আজ কিছুক্ষন আগেই তার রিপোর্ট পজিটিভ আসে। গত দুদিন থেকে তিনি নেওটিয়া নার্সিংহোমে ভর্তি বুকের সমস্যা নিয়ে। ডাক্তারেরা তার প্রথমে নিউমেনিয়া সন্দেহ করেন।আজ কিছুক্ষন আগেই রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। শিলিগুড়ির প্রশাসকের করোনা ধরা পড়াতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়িতেই।

পুরনিগমের চেয়ারম্যান সোনাম ওয়াংদি ভুটিয়া দুদিন কর্পরেশন বন্ধ রাখবার নির্দেশ দিয়েছেন। আজ এই খবরে চমকিয়ে যায় প্রশাসন। আগামী দুদিন পুরনিগম বন্ধ থাকবে।

প্রসঙ্গত,কিছুদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন অশোক ভট্টাচার্য।এরপর গতকাল বুকে সংক্রমণ নিয়ে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।এদিকে এর আগেও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে সেই রিপোর্ট নেগেটিভ এসেছিল।এরপর ফের তার মধ্যে কিছু উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে।কিছুক্ষণ আগে সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের কাছে এসে পৌছায়।

প্রশাসনিক সূত্রে খবর,খুব শীঘ্রই তাকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।