অবতক খবর,১৩ জানুয়ারি,বাঁকুড়া:- গত বেশ কয়েকদিন একের পর এক চিকিৎসক এবং নার্সকর্মী করোনা আক্রান্তের শিকার হচ্ছেন । ইনডোর পরিষেবা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নেই ডাক্তার এবং নার্স , বাধ্য হয়েই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হলো হাসপাতালে ইনডোর পরিষেবা

ঘটনা বাঁকুড়া 2 নম্বর ব্লকের কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।
হাসপাতালে কর্মরত ৯ জন নার্সিং কর্মীর মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। হাতে গোনা চিকিৎসকের মধ্যে দুজন চিকিৎসক  ও তিন জন অফিস কর্মী করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে হাসপাতালের ইনডোর পরিসেবা সাময়িক বন্ধ করে দেওয়া হল।

হাসপাতালের ইনডোরে ভর্তি থাকা রোগীদের হয় ছুটি দিয়ে দেওয়া হয়েছে অথবা তাঁদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে কর্মী সঙ্কট কিছুটা মিটলে ফের ইনডোর পরিসেবা স্বাভাবিক করা হবে। ইনডোর পরিসেবা বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা পরিসেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সিঁদূরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা।