অবতক খবর : সৌভিক দত্ত : জলপাইগুড়ি :     জলপাইগুড়িতে করোনা আক্রান্ত অনেক টাই নিয়ন্ত্রণে ছিল কিন্তুু করোনা হটাৎ করে আবার আগের ফর্মে প্রতিদিনই প্রায় ১০০ এর কাছাকাছি করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর থেকে সচেতনতা চালালেও মানুষ নূন্যতম মাস্কও পড়ছে না তার এমনই ছবি রবিবারের জলপাইগুড়ির বাজারে দেখা গেলো। বাজারে আসা ক্রেতা বিক্রেতার মধ্যে বেশীরভাগই মাস্কহীন ভাবে ঘোরাঘুরি করছে। মাস্কের কথা জিজ্ঞাসা করতেই যে যেমন করে পারে তেমনি অজুহাত দিচ্ছেন।

এনিয়ে উত্তরবঙ্গের কোভিড-১৯ এর দায়িত্বে থাকা ও এসডি ডা. সুশান্ত রায় রবিবার আমাদের জানালেন করোনার দ্বিতীয় ঢেউ টা মানুষের সৃষ্টি। মানুষ মেনে চলছে না করোনার স্বাস্থ্যবিধি। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে। আমরা বার বার প্রচার করেছিলাম করোনা কে সম্পূর্ণভাবে নির্মুল করতে মাস্ক ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে। কিন্তু লোকে ভাবে ডাক্তাররা তো বলেই। তাই আর মেনে চলেনি মানুষ। তিনি আরও জানান এই পরিস্থিতিতেও দেখা যাচ্ছে মানুষ মেনে চলছে না স্বাস্থ্য বিধি। কিন্তু আমরা আবারও সাধারণ মানুষের কাছে আবেদন করছি করোনা কে হেলাফেলা নয়। বাজারে বের হলেই মাস্ক পড়ে চলুন। চিকিৎসক দের পরামর্শ মেনে না চললে মারাত্মক রকম পরিস্থতি তৈরি হবে। তখন হিমসিম খেতে হবে সকলকে।

আজও রবিবার জলপাইগুড়ি কোভিড হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন। এতে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য সদর দপ্তর।